বরিশালে শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার সকালে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুলের তৃতীয় ও পঞ্চম শ্রেণির ৫০২ জন মেধাবী শিক্ষার্থীকে দেড় হাজার টাকা করে শেরে বাংলা বৃত্তি এবং সনদপত্র প্রদান করা হয়। এই বৃত্তি প্রদানের ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনযোগী হবে বলে আশা আয়োজকদের।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল