শিক্ষাবিদ ফাদার বেঞ্জামিন কস্তা আর নেই। আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নটর ডেম কলেজের সাবেক এই অধ্যক্ষ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাদার বেঞ্জামিন দীর্ঘদিন ধরে লিভার সংক্রমণে ভুগছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার তাকে সেখান থেকে ফিরিয়ে এনে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল