রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফ্লাইওভারের উপরে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রথমে গুলিস্তানে নিয়ে গেলে সেখানকার কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ। তিনি বলেন, নিহত ওই কিশোরের পরনে জিন্স প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল