রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট শরিফ মার্কেট এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঐ যুবকের নাম রাকিব বলে পুলিশ জানিয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে একটি মৃতদেহ রাস্তায় পড়ে আছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে ওই এলাকায় কোন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে তা সনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, ওই এলাকার কোনো এক ভবন থেকে রাকিব লাফিয়ে পড়ে আত্নহত্যা করেছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মিডফোট হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন