চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডের ইন্ধনদাতা ‘গডফাদার’ ও খুনিদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। রবিবার নগরীর লালদীঘি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। তবে সুদীপ্ত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কমিশনারের কার্যালয় ঘেরাও করার কর্মসচি থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে অবস্থান কর্মসূচি পালন করে। সিএমপি কমিশনারের কার্যালয়ের পাশেই এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ।
কর্মসূচিতে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘এর আগে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেলকে হত্যা করা হলো। দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হলো। কিন্তু ছাত্রলীগ নেতার হত্যাকারীরা গ্রেফতার হয় না। এমন কোন অপশক্তি এ হত্যাকাণ্ডের নেপথ্যে আছে ছাত্রলীগ নেতাদের হত্যা করা হবে কিন্তু তারা গ্রেপ্তার হবে না।”
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ ভিডিও ফুটেজসহ সব তথ্য পুলিশের কাছে আছে। কার নির্দেশে হত্যার পর পাঁচ ওয়ার্ড কাউন্সিলর বিবৃতি দিয়েছিল? এসব খুঁজে বের করতে হবে।’
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর খুন হন ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস। এ ঘটনায় নিহতের বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে নগরীর সদরঘাট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/মাহবুব