পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন জামায়াতের রোকন আবদুল আজিজ হামীমকে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে পুলিশ এ অভিযান চালায়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, ভোরে জামায়াত নেতা আবদুল আজিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার শয়নকক্ষ থেকে অবৈধ একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/আরাফাত