কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলঘর ও ভুলুইন ইউনিয়নের বিভিন্ন গ্রাম রবিবার দিনভর মোটরসাইকেল যোগে ঘুরে বেড়িয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এ সময় তিনি মানুষের সুখ-দুঃখের খোঁজ খবর নেন। মোটরসাইকেলে লাল হেলমেট পরা মন্ত্রীকে দেখে অনেকে বিস্মিত হন। তিনি এলাকার সমস্যার কথা শুনে তা সমাধানেরও আশ্বাস দেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছু রাজনৈতিক দল দেশকে পিছন থেকে টেনে ধরার ষড়যন্ত্র করছে। নৌকার সমর্থকদের সজাগ থেকে ওইসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মানুষকে ভালবাসা মায়া মমতা দিয়ে কাছে টানতে হবে। মানুষের সেবায় প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।’
এ সময় তার সাথে ছিলেন সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারোয়ার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ আহবায়ক রফিকুল ইসলাম, বেলঘর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার ভুইয়া ও ভুলুইন ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৪ সালে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ইন্তেকালের পর কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে আসেন আ হ ম মুস্তফা কামাল। রাজনীতে এসে তিনি পুরো নির্বাচনী এলাকায় দেয়ালে দেয়ালে লিখে দেন ‘সত্য কথা বলেও রাজনীতি করা যায়’। ‘পিতা-মাতার সর্বোচ্চ দায়িত্ব তাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করা’। ‘রাজনীতি হচ্ছে মানুষকে ভালবাসা, মানুষের কল্যাণে কাজ করে মহান আল্লাহর নৈকট্য লাভ করা’। এমনিভাবে আরো অনেক অনুকরণীয় বিষয়াদির উপর দেয়াল লিখন করেন। এমন বিষয়গুলো তুলে ধরে মানুষের হৃদয়ে স্থান করে নেন তিনি।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/মাহবুব