২০ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যের কমিটিতে এসএম বোরহান উদ্দিনকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর রবিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। এসময় তারা গাড়ি ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-কোতয়ালি জোন) জাহাঙ্গীর আলম বলেন, প্রেসক্লাবের সামনে পদবঞ্চিতদের একাংশ বিক্ষোভ করে। এসময় তারা বাঁশ ও লাটিসোঠা স্তুপ করে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা যানবাহনের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে। এতে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন। গত রবিবার কমিটি ঘোষণা করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান