রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খালে পড়ে হৃদয় নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার বিকাল ৫টায় এ ঘটনার পর থেকে ১৮ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। তারপরও শিশুটিকে উদ্ধারে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে, শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সেখানে রয়েছে মুগদা থানা পুলিশও। এ বিষয় আজ সোমবার সকাল সাড়ে ১১টায় মুগদা থানার ডিউটি অফিসার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল থেকে চলা উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৭/মাহবুব