রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে সোমবার ভোরে জামায়াতের সেক্রেটারি কামারুজ্জামান সোহেলকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি কামারুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি হাফিজুর।
আটক কামারুজ্জামান সোহেল মহানগরীর মহিষবাথান এলাকার বেলাল হোসেনের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ