সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। ওমর আলী মিয়াদ (২৫) নামের ওই কর্মী সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী। এ নিয়ে দুই মাসে দুই ছাত্রলীগ কর্মীর খুনের ঘটনা ঘটল।
সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওমর আলী মিয়াদ সিলেট শহরতলির বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
ছাত্রলীগকর্মী খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
জানা যায়, সিলেট নগরীর টিলাগড় মসজিদ সংলগ্ন এলাকায় ছাত্রলীগের দুটি বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওমর আলী মিয়াদ ছুরিকাহত হন। তাকে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারেক ও নাসিম নামের আরো দুজন আহত হয়েছেন।
নগরীর শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খুনের ঘটনায় ফখরুল ইসলাম নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান