চট্টগ্রামে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় নারীসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। দন্ডিত দুজনের নাম হলো আব্দুস শুক্কুর (৪৪) ও নাহার বেগম (২৮)। উভয়ের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন বলে জানান চট্টগ্রাম নগর পিপি এড ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আব্দুস শুক্কুরকে ৮ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দিয়েছে আদালত। শুক্কুর বর্তমানে হাজতে আছেন। অপরদিকে নাহার বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। নাহার পলাতক আছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুলাই পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় ইয়াবাসহ আটক হন শুক্কুর ও নাহার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের একটি টিম তাদের আটক করে। এই ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় গত বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ১১ জানুয়ারি অভিযোগ গঠনের পর ছয়জনের সাক্ষ্য নেন আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার