বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে অস্থায়ী প্যান্ডেলে স্থাপিত বাংলাদেশী পণ্যের মেলা নজর কাড়ছে বিদেশি অতিথিদের। হাতে তৈরী চামড়ার ভ্যানিটি ব্যাগ, পাটজাত বাহারী পণ্য, রাঙামাটির তাঁতের পোশাক, হ্যান্ডিক্রাফট, পটারি, পুতিরমালা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, সিল্ক থেকে নকশি কাঁথা কী নেই মেলায়!
বাংলাদেশি পণ্য বিশ্বের দরবারে তুলে ধরতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলন স্থলের পাশেই বাংলাদেশি পণ্যের এ মেলা’। গতকালই এ মেলার উদ্বোধন করেন সিপিএ চেয়ারপার্সন ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সরেজমিনে দেখা যায়, প্রথম দিনেই বাংলাদেশী পণ্যের প্যাভিলিয়ন দুটি নজর কড়েছে বিদেশী অতিথিদের। পাটের তন্তু থেকে তৈরী ওড়না, হাতব্যাগ, ভ্যানিটি ব্যাগ, চামড়াজাত পণ্য, ঘুওে ঘুওে দেখছেন তারা। দাম জানতে চাইছেন। অতিথিদের জন্য ১০ পার্সেন্ট কমিশনও দেওয়া হচ্ছে বলে জানা যায়। প্যাভিলিয়নস্থলে আসা বিদেশি প্রতিনিধিদের মুদ্রা বিনিময়ের জন্য রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংকের একটি বুথসহ বস্ত্র ও পাটমন্ত্রণলায়ের স্টলে মুদ্রা বিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে। মোট ২২টি স্টলে স্থান পেয়েছে ।
এ প্রসঙ্গে সিপিএ চেয়ারপারসন ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিপিএ সম্মেলনে যেসব ডেলিগেট অংশ নিচ্ছেন তাদের ব্যস্ত সময় কাটাতে হবে। এজন্য হয়ত তারা বাইরে কোথাও কেনাকাটা করতে যাওয়ার সুযোগ পাবেন না। আমরা তাদের জন্য এই মেলার আয়োজন করেছি।এখানে বাংলাদেশি বিভিন্ন পণ্য এক ছাতার নিচে আনার চেষ্টা করেছি, যাতে এখান থেকেই বিদেশিরা কেটাকাটা সারতে পারেন।
মেলার প্রবেশ মুখেই রয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ স্টলটি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর বেশ কিছু দুর্লভ আলোকচিত্র, তার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইসহ অন্যান্য উপকরণ রাখা হয়েছে ওই স্টলে। বঙ্গবন্ধু কর্নারে ভিডিও চিত্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ তার জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে।
মেলায় অংশ নিয়েছে চামড়াজাত পণ্যের এক নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান গুজ লিমিডেট। প্রতিষ্ঠানের পরিচালক শিলা বোস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের চামড়াজাত পণ্যের কদর বিশ্বব্যাপী। আমরা ইউরোপের চাহিদার প্রতি লক্ষ রেখে চামড়াকে নানা রঙ্রে ফিনিশিং দিয়ে বাজারজাত করার উদ্যোগ নিয়েছি মেশিনে তৈরী ভ্যানিটি ব্যাগের পাশাপাশি আমরা হাতে তৈরী ও নানা কারুকার্যময় ব্যাগ ক্রেতাদের সামনে এনেছি। পুরোটাই এই দেশীয়। এসএমই ফাউন্ডেশন, পাট ও বস্ত্র মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন, জয়িতা মহিলা পরিষদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগতা বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।