যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে চট্টগ্রাম মহানগরে চার হাজার অটোরিকশা নিবন্ধন দাবি জানিয়েছে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন। আজ বিকালে নগরের চান্দগাঁও এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ দাবি করা হয়।
শ্রমিক নেতা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, চকবাজার থানার সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে হারুনুর রশীদ বলেছেন, চট্টগ্রামে ২৬ হাজার চালক ১৩ হাজার অটোরিকশা ভাগ করে চালায়। চট্টগ্রামের মতো একটি বাণিজ্যিক রাজধানীতে ২০০২ সালে সর্বশেষ গাড়ী নিবন্ধন দেওয়া হয়। অথচ ওই সব গাড়ির অনেগুলোই এখন প্রায় অকেজো। কিন্তু নগরীতে গাড়ির চাহিদা থাকলেও সরকার চট্টগ্রামের জন্য নতুন করে গাড়ী নিবন্ধ দিচ্ছে না। তাই আমরা অবিলম্বে চার হাজার গাড়ী নিবন্ধনসহ ১২ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার