চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় ঝুট কাপড়ের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে ওই গুদামে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সাভির্সের তিন ইউনিটের নয়টি গাড়ি রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম