রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে মুশফিকুর রহমান সায়েম (৩২) নামে একব্যক্তি আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা। সোমবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সায়েমকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
অফিস শেষে রাতে হাজারীবাগের বাসায় ফিরছিলেন সায়েম। হাজারীবাগের ফজিলাতুন্নেসা স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে তাকে গুলি করে পালিয়ে যায় তারা।
বর্তমানে ডান পায়ের নিচে গুলিবিদ্ধ সায়েমকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম