প্রশ্নপত্র ফাঁস ও ভর্তি পরীক্ষার জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
মঙ্গলবার সকালে প্রশ্নফাঁসের জন্য ব্যবহৃত ডিভাইস ট্র্যাকিং করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের মূলহোতাসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ঢাবির ছয় শিক্ষার্থী রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
বিডিপ্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৭/ ই জাহান