পুরান ঢাকার চানখারপুলে ছাত্রদলের চার নেতাকর্মী ও এক নারীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। মামলার রায় শুনতে আজ দুপুরে বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। এ সময় আটক এড়াতে পুলিশের সঙ্গে নারীকর্মীকে ধস্তাধস্তি করতে দেখা যায়।
আটক ছাত্রদল কর্মীরা হলেন- ফয়সাল, নাঈম, বিল্লাল ও রায়হান। তবে আটক নারীকর্মী ও অপর আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল