বাগেরহাটের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ৩ দিনে বাগেরহাটে বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায় বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির নেতাকর্মীসহ নিয়মিত ও অনিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত