দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিএনপির ডাকা শুক্রবারের বিক্ষোভ ও শনিবার প্রতিবাদ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে এলডিপি।
বৃহস্পতিবার রাতে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এক বিবৃতিতে বিএনপির কর্মসূচি উপর পূর্ণ সমর্থন জানান।
ড. রেদোয়ান আহমেদ শান্তিপূর্ণ ও নিয়মাতান্ত্রিক ভাবে এলডিপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন