রাজধানীর গ্রিনরোডের গ্রিন ভেইল রেস্টুরেন্টের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় আগুনের সূত্রপাত হয়। এরপর রাত আড়াইটা নাগাদ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন আল মাহতাব বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, দোতলার গ্রিন ভেইল রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুক্রবার তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, রেস্টুরেন্টের ওপরের চারটি ফ্লোরে আবাসিক হোটেল আল ফাহাদ রয়েছে। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা ছিলেন। তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর