শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভিতর থেকে ৫.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা। এ ঘটনায় কেরামত আলী (৫৮) ও লোকমান (৫৮) নামের সেই দুই যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্রগ্রাম থেকে শাহজালালে অবতরণের পর তাদের আটক করা হয়।
একজন যাত্রীর ব্লেজারের কলারের নিচে সেলাই করে লুকানো অবস্থায় ২৮ পিস এবং অপর আরেকজনের দুই জুতা ও মোবাইল কাভারের ভিতর ৩ পিস স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।
ধারণা করা হচ্ছে, আকাশপথে ব্যাংকক থেকে আগত কোন যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে। আটক কেরামত আলী ও লোকমাকেন শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা