বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। জুম্মার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি এতে নেতৃত্ব দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল হক রিপন, সোনারগাঁ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির রফিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক ময়ুর, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, আহাদ, গোলজার হোসেন, শহীদউল্লাহ, জাহাঙ্গীর আক্তার, রাসেল, ছাত্রদল নেতা ইমন, রাব্বী প্রমূখ।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল