কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি হাজী ফজলুল হক ফজলুকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার নগরীর রেইসকোর্স জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক সফিউল আলম রায়হান জানান, বিএনপি নেতা হাজী ফজলু বয়স্ক মানুষ, তার উপর তিনি অসুস্থ। ফজলু ভাইয়ের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তবু তাকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, বিএনপি নেতা হাজী ফজলুল হক ফজলু এবং নগরীর চর্থা থেকে সহিদ নামে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির চেষ্টা করে আসছিল।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল