বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৯ মার্চ সমাবেশ ডেকেছে বিএনপি। এজন্য অনুমতি চাইতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা। আজ সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/হিমেল