মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগে ঘুরে একই পথে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রার কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা জীবন যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাকে আজ অবৈধ অগণতান্ত্রিক সরকার বন্দি করে রেখেছে। একটাই উদ্দেশ্য একদলীয় ক্ষমতা কায়েম করা। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আজ আমাদের শপথ নিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে যেখানে সবার ভোটের অধিকার থাকবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শোভাযাত্রার জন্য আমাদের সংক্ষিপ্ত সময় দেয়া হয়েছে। এটা যে কোনো গণতান্ত্রিক দেশের মানুষের জন্য কষ্টকর। দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। বাংলার মানুষ তাদের মৌলিক স্বাধীনতা ভোগ করতে চায়।
বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীনরা স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আজ আবারও তারা দেশে একদলীয় শাসন কায়েম করছে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। আজ স্বাধীনতা দিবস আমাদের নতুন করে প্রেরণা জোগাচ্ছে। যাতে আমরা আবারও গণতন্ত্র পুঃপ্রতিষ্ঠায় আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আবারও রাষ্ট্র পরিচালনা করবো।
নজরুল ইসলাম আরও বলেন, আমাদের মাঝে ঐক্য অটুট আছে। যারা আমাদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আবারও নিজেদের মাঝে ঐক্য সুদৃঢ় করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ফারজানা