কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়ানো ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাঠিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক চালক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরুং গ্রামের মৃত গোলাম মাহমুদের ছেলে নাছির উদ্দিন (৫৫) এবং হেলপার একই জেলার চকরিয়া থানার সিকান্দারপাড়ার দুদু মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৫)।
চৌদ্দগ্রাম থানার এসআই দেওয়ান জিয়াউর রহমান জানান, ঢাকাগামী জেনারেটর বোঝাই (চট্ট মেট্রো-ট-০৫-০৫৩১) ট্রাক দাঁড়ানো ছিলো। পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক (ফেনী-ট-০৫-০১২৫) ধাক্কা দিলে পিছনের গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব