বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ২০ হাজার মিটার অবৈধ জালসহ ৩২ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার দিনভর এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল নৌ থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন জাঁটকা শিকার বিরোধী অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ দিনভর মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ২০ হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জালসহ ৩২ জন জেলেকে আটক করা হয়।সন্ধ্যায় জব্দকৃত জাল কীর্তনখোলা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয় এবং আটকৃতদের সোপর্দ করা হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেলের ভ্রাম্যমাণ আদালতে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব