রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। আজ সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোঃ মাসুদুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সায়দাবাদ রেলগেট এলাকা থেকে ইমন, মনা ও ফয়সাল নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা সায়দাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
বুধবার সকালে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল