খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আগামীকাল (বৃহস্পতিবার) উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ ডিসেম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর শওকত আলীর মৃত্যুর পর এই পদটি শূন্য হয়।
নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে শওকত আলীর ছেলে বিএনপি সমর্থিত শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স (ঠেলাগাড়ি প্রতীক), আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান তরফদার (ঘুড়ি প্রতীক), শওকত আলীর ভাই লুৎফর রহমান (লাটিম প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত তরিকুল ইসলাম কাবির (কাঁটা চামচ প্রতীক) অংশ নিচ্ছেন।
ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ১৪ হাজার ১৪৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন কমিশন ১৯ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন