ময়মনসিংহের ভালুকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র শাহীন মিয়ার মৃত্যুর হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম ওরফে তপু নামে শাহীনের আরেক সহপাঠী ঘটনাস্থলেই নিহত হন।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আর এস টাওয়ার নামের একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তপু নিহত হন। এবং শাহীনসহ আহত হন তার আরও তিন সহাপাঠী। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব