খুলনা সিটি করর্পোরেশন ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৪ হাজার ১শ ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৬২ জন এবং নারী ভোটার সংখ্য সাত হাজার ৭৯ জন। ৯টি ভোট কেন্দ্রের ৪২টি বুথে ভোটারদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে থানা পুলিশের পাশাপাশি র্যাব-৬ সদস্যরাও মোতায়েন রয়েছেন।
উল্লেখ্য, খুলনা সিটি করর্পোরেশন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শওকত আলীর মৃত্যুর কারণে আজ এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব