গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বেলা পৌনে দুইটা নাগাদ নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুই সিটিতে একই দিনে ভোট হবে আগামী ১৫ মে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৫ ও ১৬ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর