রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী হলেন, উপজেলার পীরগাছা গ্রামের জামাল উদ্দিনের ছেলে শরিফ (৩০)।
শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার কালিতলা নামক স্থানে এঘটনা ঘটে। তিনি মোটরসাইকেল নিয়ে ঝলমলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে শরিফ মোটরসাইকেল যোগে ঝলমলিয়া বাজারে দিকে যাচ্ছিলেন। পথে কালিতলা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন