রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনে বাসের ধাক্কায় জান্নাত (১৪) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় লাবনী আক্তার (১৪) নামে আরেকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জান্নাত শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার সরদারপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে পরিবারের সঙ্গে মিরপুর-১১ নম্বর সেকশনের লালমাটিয়ায় বি ব্লকে থাকতো।
আহত লাবনীর বাবা আব্দুল লতিফ জানান, তাজ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করে জান্নাত ও লাবনী। প্রতিদিনের মতো সকালে তারা হেঁটে কারখানায় যাচ্ছিল। পথে বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে জান্নাতের মৃত্যু হয়। লাবনীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৮/আরাফাত