বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এতো বড় ঘাটতির একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে, শুধু জনগণের কাছ থেকে প্রতারণা করে ভোট আকর্ষণ করার জন্য। এটি নির্বাচনী বাজেট, ভোট আকর্ষণের বাজেট, জনগণের স্বার্থের বাজেট নয়।
পল্টনের মুক্তি ভবনে কল্যাণ পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই মন্ত্রী বলেন, এই বাজেট বাস্তবায়ন করার জন্য সরকারের আর্থিক সক্ষমতা নাই, আমাদের প্রশাসনিক দক্ষতাও নাই। আমরা মনে করি এটা কোনো অবস্থাতেই বাস্তবায়নযোগ্য নয়। এটা লোক দেখানো বাজেট, জনগণকে প্রতারিত করার বাজেট।
ড. খন্দকার মোশাররফ বলেন, আমি হিসাব দিতে চাই, বেশ কিছু পণ্যের উপরে স্থানীয় পর্যায়ে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট বাড়ানো হয়েছে। তৈরি পোশাক শিল্পে ভ্যাট বাড়ানো হয়েছে, অনেক পণ্যের ট্যারিফ ভ্যালু বৃদ্ধি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন