রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ জনকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি চক্রগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল এক কোটি টাকা এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/ ৮ জুন ২০১৮/ ওয়াসিফ