বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, একমাত্র আগামী নির্বাচনকে সামনে রেখে এ বাজেটটা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশের তিন কোটি বেকার-হতদরিদ্র মানুষকে মূল অর্থনীতির স্রোতধারায় আনা সম্ভব নয়।
মওদুদ আহমদ বলেন, এ বাজেট দুর্নীতিপরায়ণ, অদক্ষ, অযোগ্য সরকারের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়। এ বাজেটের মাধ্যমে গরিব গরিবই থেকে যাবে। বড় লোক আরো বড় লোক হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন