নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ ব্যক্তি। দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নাছির আহমেদ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোচালক এবং অটোতে থাকা এক যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, অটোরিকশা চালক নরসিংদীর মনোহরদি হরিনারায়ণপুর এলাকার রতন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) এবং শরীয়তপুর জেলার ডামুরডা হরিনারায়নপুর এলাকার চান মিয়া মৃধার ছেলে মাহবুব আলম (২৯)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন