চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমদ বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে হলে দেশে মাদকের চাহিদা বন্ধ করতে হবে। মাদক থেকে সন্তানদের দূরে রাখতে সংস্কৃতি ও ক্রীড়ার সঙ্গে যুক্ত করতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'মাদক বিরোধী অভিযান ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি ফুটবল খেলো। সে উত্তর দিল হ্যাঁ খেলি। কোথায়? সে উত্তর দিল কম্পিউটারে। আমাদের শিশুদেরকে কম্পিউটারে ফুটবল খেললে হবে না। মাঠে গিয়ে ফুটবল খেলতে হবে। এসময় সংস্কৃতি সচিব জানান, সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে মন্ত্রণালয় 'উপজেলা কালচারাল কমপ্লেক্স' প্রকল্প হাতে নিয়েছে। সেখানে পাঠাগার ব্যবস্থাও থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমদ, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ডা. অরুপ রতন চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা, সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা.ফারজানা, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আসলাম, অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়, চিত্রনায়ক জায়েদ খান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান