বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও নবগঠিত কমিটি দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালিতে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
এ সময় নবনির্বাচিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু কাউসার আশাসহ ৫জনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন পুলিশের একজন এএসআই সোহাগ ও আরো দুইজন কনস্টেবল। এসময় ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।
৯ জুন শনিবার বেলা সাড়ে ১২টায় দেওভোগে বড় জামে মসজিদ (শুক্কুরকারী জামে মসজিদ) সামনে থেকে র্যালিটি বের করে। এ সময় পুলিশ দ্রুত র্যালিতে বাধা দেয়। পুলিশের সাথে বাকবিতন্ডতায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাকে গ্রেপ্তার করলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
এ সময় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ৫ জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান