রাজধানীতে পৃথক ঘটনায় মিরপুরের কাজীপাড়ার জিনজিরাজ হাসান (৩২) ও ডেমরার হাবিব মিয়া (২৫) নামের ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডেমরা ও মিরপুরে দুর্ঘটনাগুলো ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত হাসান পশ্চিম কাজীপাড়ায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। সকালে শ্বশুর বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে ডেমরার রূপসী পল্লী এলাকায় একটি ৯ তলা ভবনের ছাদে নির্মাণ কাজ করার সময় ভবন থেকে পড়ে যান হাবিব। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত হাবিবের বাড়ি পটুয়াখালী হলেও তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর