শিরোনাম
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
রাজশাহী স্টেশনে ২০ মিনিটে ফিরতি টিকিট শেষ!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
ঈদের ফিরতি টিকিট বিক্রির প্রথম দিনেই হুলস্থুল কাণ্ড ঘটেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর মাত্র ২০ মিনিটের মাথায় টিকিট নেই বলে বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পরে এ নিয়ে জনরোষ তৈরি হয়। এক পর্যায়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীরা ঈদের ফিরতি টিকিটের জন্য বিক্ষোভ শুরু করেন।
পরে রেলওয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে টিকিট কালোবাজারিদের ধরতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ঈদের ফিরতি টিকিট কালোবাজারির অভিযোগে দুই নারীসহ ছয়জনকে আটক করা হয়।
আটকরা হলেন- দুলাল হোসেন, সানোয়ার হোসেন, বাপ্পি, দুলাল শেখ, মাহাবুবা থাতুন ও রেখা খাতুন। এদের মধ্যে সানোয়ার হোসেন ও দুলাল শেখকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের প্রত্যেককে বাংলাদেশ রেলওয়ে আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে ফিরতি টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত জনস্বার্থে ভ্রাম্যমাণ আাদালতের এই অভিযান চলবে। এজন্য পুলিশ ও র্যাব জেলা প্রশাসনকে সহযোগিতা করছে বলেও জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এদিকে, এ ঘটনায় সকাল সাড়ের ৮টার পর থেকে প্রায় তিন ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। এ সময় টিকিট না পেয়ে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যান। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বেলা সাড়ে ১১টার পর থেকে আবারও টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয়। এ সময় ঈদের ফিরতি টিকিট প্রত্যাশিরা আবারও লম্বা লাইন দেন। রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা জানান, শনিবার প্রথম দিনে ১৮ জুনের (সোমবার) অগাম ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে। আগামীকাল ১০ জুন ১৯ জুনের (মঙ্গলবার) ফিরতি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ১১ জুন ২০ জুনের (বুধবার), ১২ জুন ২১ জুনের (বৃহস্পতিবার), ১৩ জুন ২২ জুনের (শুক্রবার), ১৪ জুন ২৩ জুনের (শনিবার) এবং ১৬ জুন ২৪ জুনের (রবিবার) ফিরতি টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলেও জানান গোলাম মোস্তফা।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল
এই বিভাগের আরও খবর