শিরোনাম
- মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব
- নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, বাতিলের দাবিতে অবস্থান
- এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি
- প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা, অতঃপর...
- বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা
- ১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি : মোস্তফা জামাল হায়দার
- বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি
- শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা
- কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- জুলাই মাসের প্রথম ৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩৪ শতাংশ
- বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
- চুন্নু বাদ, জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
- ওয়াশিংটনে নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ
- মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ
- দায়িত্ব অবহেলায় ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি
- মূল্যস্ফীতি কমে ৮.৪৮%
- অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের
- ধর্ষণ-হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন
- ইসরায়েলে পাল্টা হামলা হুথিদের
- কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
রাজশাহী স্টেশনে ২০ মিনিটে ফিরতি টিকিট শেষ!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.gif)
ঈদের ফিরতি টিকিট বিক্রির প্রথম দিনেই হুলস্থুল কাণ্ড ঘটেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর মাত্র ২০ মিনিটের মাথায় টিকিট নেই বলে বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পরে এ নিয়ে জনরোষ তৈরি হয়। এক পর্যায়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীরা ঈদের ফিরতি টিকিটের জন্য বিক্ষোভ শুরু করেন।
পরে রেলওয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে টিকিট কালোবাজারিদের ধরতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ঈদের ফিরতি টিকিট কালোবাজারির অভিযোগে দুই নারীসহ ছয়জনকে আটক করা হয়।
আটকরা হলেন- দুলাল হোসেন, সানোয়ার হোসেন, বাপ্পি, দুলাল শেখ, মাহাবুবা থাতুন ও রেখা খাতুন। এদের মধ্যে সানোয়ার হোসেন ও দুলাল শেখকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের প্রত্যেককে বাংলাদেশ রেলওয়ে আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে ফিরতি টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত জনস্বার্থে ভ্রাম্যমাণ আাদালতের এই অভিযান চলবে। এজন্য পুলিশ ও র্যাব জেলা প্রশাসনকে সহযোগিতা করছে বলেও জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এদিকে, এ ঘটনায় সকাল সাড়ের ৮টার পর থেকে প্রায় তিন ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। এ সময় টিকিট না পেয়ে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যান। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বেলা সাড়ে ১১টার পর থেকে আবারও টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয়। এ সময় ঈদের ফিরতি টিকিট প্রত্যাশিরা আবারও লম্বা লাইন দেন। রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা জানান, শনিবার প্রথম দিনে ১৮ জুনের (সোমবার) অগাম ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে। আগামীকাল ১০ জুন ১৯ জুনের (মঙ্গলবার) ফিরতি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ১১ জুন ২০ জুনের (বুধবার), ১২ জুন ২১ জুনের (বৃহস্পতিবার), ১৩ জুন ২২ জুনের (শুক্রবার), ১৪ জুন ২৩ জুনের (শনিবার) এবং ১৬ জুন ২৪ জুনের (রবিবার) ফিরতি টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলেও জানান গোলাম মোস্তফা।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল
এই বিভাগের আরও খবর