ঢাকায় নাটোর জেলা সাংবাদিক সমিতির মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারস্থ চারুলতা রেস্টুরেন্টে এ মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা। এসময় বিশেষ অতিধি ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা ও শ্রম মন্ত্রণালয়ের তথ্য অফিসার আক্তার হোসেন।
সমিতির সাধারণ সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক ইকবাল হাসান, দ্বীপঙ্কর লাহেরী, এমদাদুল হক, শামছুল ইসলাম কামরুল, হুমায়ুন কবীর, ইমদাদুল হক, এরশাদুল বারী কর্নেল, নাজমুস সাকিব, হরিপদ সাহা, নাসিমুজ্জামান সুমন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সদস্য কামরুল হাসান সবুজ, মুহাম্মদ তছলিম উদ্দিন, মুক্তি বিশ্বাস, রবিউল ইসলাম আওলাদ, মামুন আব্দুল্লাহ, জিয়াউর রহমান চৌধুরী, ফরিদুজ্জামান, মাজিদুল ইসলাম, রেজাউল করিম শামীম, তরিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/এনায়েত করিম/আরাফাত