মাদকের মহামারীতে আক্রান্ত প্রায় পুরো সমাজ। ১০ বছরের কিশোর থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ প্রায় সবাই নেশার নীল ছোবলে আক্রান্ত। নির্মূলে যুদ্ধ চলছে, প্রতিদিনের যুদ্ধে। যে যুদ্ধে এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে শতাধিক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, আটক হয়েছে হাজারও।এখনো তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। মাদকবিরোধী অভিযানের পরে বর্তমান বাস্তবতা হল, একটি অংশ কোণঠাসা।কিন্তু অন্য একটি অংশ যারা রাজনৈতিক মদদপুষ্ট তারা এখনো আছে বহাল তৈবিয়তে- এমন অভিযোগ সাধারণ মানুষের। মাদক সংশ্লিষ্টরা বলছে অভিযানের দুটো অংশ আছে। যার একটি পিঠে আছে সাধারণ মাদক ব্যবসায়ী আর অন্য পিঠে আছে 'অসাধারণ' মাদক ব্যবসায়ী। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী টিম আন্ডারকভারের 'অভিযান ও মাদক বাস্তবতা' শীর্ষক এপিসোডে উঠে এসেছে মুদ্রার দু'পিঠই।
অভিযানে সরকারের সাফল্য, বর্তমান মাদক ব্যবসা, এটিকে ঘিরে সিন্ডিকেটসহ বিস্তারিত উঠে এসেছে টিম আন্ডারকভারের অনুসন্ধানে।
বিস্তারিত ভিডিওতে:
বিডি প্রতিদিন/ফারজানা