বরিশাল কেন্দ্রিয় কারাগারে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের যৌথভাবে এই সভার আয়োজন করে।
সোমবার সকালে কেন্দ্রিয় কারাভ্যন্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কারা সুপার ইকবাল আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় সাহা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) শাহনাজ পারভীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়া অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৮/হিমেল