নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিপ্লব (২২) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভা এলাকার মুরাদপুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিপ্লব মাধবদী থানার মৈষাদী গ্রামের হেলালউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর এলাকার মুরাদপুর গ্রামের জহির টেক্সটাইল মিলের শ্রমিক বিপ্লব তার সহকর্মীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রবিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে ডিউটির সময় হলে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। এ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে সহকর্মীরা থানায় খবর দেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাসান জানান, খবর পেয়ে বিপ্লবের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম