সাংবাদিক শওকত ওসমান রচি’র পিতা আবদুর রউফ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি… …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।
আবদুর রউফ মিয়া একজন সরকারি চাকুরিজীবি ছিলেন। মহা-হিসাবরক্ষণ কার্যালয়ে অডিট এন্ড একাউন্টস অফিসার পদ থেকে অবসর নিয়েছিলেন। ১৯৭১ সালে সক্রিয়ভাবে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি চার সন্তান, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মিরপুর ১ নম্বর সেকশনস্থ আল নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের আত্মার শান্তিকামনা করে আগামী বৃহস্পতিবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান