জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্ত্বর থেকে মহানগর যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে যুবদল কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক সুলতার সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৮/হিমেল