জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। বুধবার দুপুর ১টার দিকে বরিশাল জেলা যুবদলের ব্যানারে সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বী শামীম ও মো. বেলায়েত হোসেনসহ বিভিন্ন উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে ঢাকায় আটক যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হলে তাদের বাঁধা দেয় পুলিশ। এ নিয়ে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত যুবদলকে মিছিল করতে দেয়নি পুলিশ।
যুবদলের কর্মসূচি উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৮/হিমেল